About


Image

মো. জুয়েল রানা ১৯৯২ সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৮ সালে পানবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় হাতে মাধ্যমিক শিক্ষা পূর্ণ করেন এবং ২০১০ সালে সরকারী শাহ আব্দুর রউফ কলেজ, পীরগঞ্জ, রংপুর থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তারপর রংপুর কারমাইকল কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন এবং কিছুদিন পর প্রাচীন অক্সফোর্ড বিদ্যালয়ে এশিয়ান উন্নয়ন ব্যাংকের একটি প্রকল্পে ট্রেন এনালাইসিস হিসেবে দীর্ঘমাস কাজ করেন।

তার পড়াশোনা শেষ করার পর, তিনি বিশ্ববিদ্যালয়ে ঢাকা থেকে স্নাতক (২০১৫) এবং স্নাতকোত্তর (২০১৬) ডিগ্রি অর্জন করেন বিজ্ঞানের ক্ষেত্রে। তার বর্ণিল কর্মজীবনে, তিনি বিভিন্ন জাতীয় পত্রিকায় কিছুটি লেখা এবং 2017 সালে এশিয়ান উন্নয়ন ব্যাংকের একটি প্রকল্পে ট্রেন এনালাইসিস মাধ্যমে দীর্ঘমাস কাজ করেন।

মো. জুয়েল রানা ৩৮তম বিসিএস কৃত্যবের সাথে আনসার ক্যাডারে প্রথম স্থানে অধিকার অর্জন করেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জনিনরাপত্তা বিভাগে (২০২১) সালে যোগদান করেন এবং সেখানে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। আনসার ব্যাটালিয়ন ১ (ঠাকুরগাঁও)তে পদবৃত্তি পান এবং ২০২৩ জুলাই পর্যন্ত কৃত্যবের সুযোগপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন প্রশিক্ষণ কৃত্যবের সাথে সম্পন্ন করেন, যেমন: ঢাকা, সাভার জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে দীর্ঘমাস (২০২১ সাল) মেয়াদী বিনয়াদ প্রশিক্ষণ শেষ করেন এবং গাজীপুর আনসার একাডেমিতে (মার্চ ২০২২-মার্চ ২০২৩) ১২ মাসের দীর্ঘমাসী প্রশিক্ষণ কৃত্যবের সাথে সম্পন্ন হন। এরপরে তিনি ৩ মাসের ফিল্ড এটাচমেন্ট করেন এবং দেশের বিভিন্ন জায়গায় কাজ করেন।

তিনি দীর্ঘঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন দীর্ঘ ১৫ মাস (মার্চ ২০২২ - জুন ২০২৩) মাস্টার অন হিউম্যান সিকিউরিটি কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন। এছাড়াও, তিন বর্তমান থেকে জুলাই ২০২৩ পর্যন্ত ৪ আনসার ব্যাটালিয়ন, রুমা, বান্দরবানে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন। তার অবস্থান পাশাপাশি বিভিন্ন জাতীয় পত্রিকায় সমাজ, সংস্কৃতি, ইতিহাস এবং সাময়িক সাধারণের জন্য লেখালেখি প্রকাশ হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস এ চাকরী সহ ছাত্র-ছাত্রীদের চাকরীর পাওয়ার জন্য তাদের অনুপ্রাণিত করে যাচ্ছেন ও বিবিএস প্রিসপটার্স এর মাসিক সংখ্যায় নিয়মিতভাবে লেখেন এবং বিভিন্ন সভা সেমিনার এ মোটিেভশনাল বক্তা হিসেব এ উপস্থিত থাকেন।

Logo

Md Juel Rana

Government Official


Important Links


Social link

All Right Reserved. || Copyright © 2023 - Md Juel Rana