মেধা থাকলে কোনো বাধাই বাধা নয়

19 December, 2023

Image

নোবেল বিজয়ী ক্যাটালিন কারিকো বলেন, ‌‘আপনি যা পেতে চান, ফোকাস সেদিকেই রাখুন।’ সেটি হোক নতুন কিছু উদ্ভাবন বা গবেষণা, বিসিএস বা একটি ভালো চাকরি, ভালো রেজাল্ট কিংবা ব্যবসা। আপনার জীবনের সঙ্গে আপনি তিনটি জিনিস করতে পারেন- আপনি এটি নষ্ট করতে পারেন, এটি ব্যয় করতে পারেন বা বিনিয়োগ করতে পারেন। আপনার জীবনের সর্বোত্তম ব্যবহার হলো এটিকে এমন কিছুতে বিনিয়োগ করা, যা পৃথিবীতে আপনার সময়ের চেয়ে দীর্ঘস্থায়ী হয়।
দেখুন, সফলতা একটি ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং অল্প সময়ে সফল হতে চাওয়া, ভালো কিছু করার আশা করা ঠিক নয়। আপনাকে লেগে থাকতে হবে, যা আপনি মন থেকে করতে চান। চাকরি, ব্যবসা, উদ্যোক্তা, যেটিই আপনার ভালো লাগে, তা-ই করুন।
জীবনে সম্ভাবনাগুলোকে কাজে লাগান।
মেধা থাকলে কোনো বাধাই বাধা নয়
যুক্তরাস্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সমাবর্তনে মাইকেল ব্লুমবার্গ একটি কথা বলেছিলেন, 'যদি তুমি সমাধানের অংশ না হও, তাহলে তুমি সমস্যার অংশ।’ সুতরাং সমস্যাকে পাশ কাটিয়ে সমাধান তথা লক্ষ্যে পৌঁছানোর কথা মাথায় রাখতে হবে। আপনার, আমার ভাগ্যে কী আছে, আমরা কেউই জানি না, কিন্তু চেষ্টা, পরিশ্রম আমাদের হাতে আছে।
যদি আপনার পরিশ্রম, চেষ্টা ও বিশ্বাসের সমন্বয় ঘটাতে পারেন, তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর খুব কাছাকাছি যেতে পারবেন। স্বপ্ন দেখতে হবে, সেই সঙ্গে তা পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে, বাকিটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিতে হবে। আপনাকে মোটিভেটেড হতে হবে এ জন্য যে আপনি পারবেন এবং আপনি যেটি চাচ্ছেন তার জন্য শুধু আপনাকে একটু ত্যাগ স্বীকার করতে হবে। অনেকে ভাবেন, আমার তো সাবজেক্ট ভালো নয়, আমি বিজ্ঞান বা ভালো কোনো বিভাগের নই, আমি তো ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নই! এসব ধারণা বাদ দিতে হবে। এমন বহু উদাহরণ আছে, যারা খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন না, সেরা কোনো বিষয়ে পড়াশোনা করেননি। তবু তাঁরা নিজের চেষ্টা ও আন্তরিকতায় ভালো একটি চাকরি পেয়েছেন। আপনার জায়গা আপনাকে করে নিতে হবে আর তা হবে আপনার সাধনা, মেধা, মনন ও বিশ্বাসের জোরে । যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে একবার প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের উন্নতির রহস্য কী? তিনি উত্তরে বলেছিলেন, ‘আমরা পেছনে ফিরে তাকাই না, আমরা ভবিষ্যৎকে ভয় পাই না। কারণ ভবিষ্যৎকে আমরা নিজের করে নিয়েছি।’ বিসিএস একটি লেভেল প্লেয়িং ফিল্ড, যেখানে সবার জন্য সমান সুযোগ প্রতিদ্বন্দ্বিতার জন্য। এখানে আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে লেগে থাকুন, সঙ্গে কৌশলী হোন, দেখবেন একটি ভালো ফল পেয়ে যাবেন। আর ক্যাডার না পেলেও নন-ক্যাডারের সুযোগ তো থাকছেই।

Published on Kalerkantho

Logo

Md Juel Rana

Government Official


Important Links


Social link

All Right Reserved. || Copyright © 2023 - Md Juel Rana